সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: তৃনমূল পর্যায়ে জনঅংশগ্রহণ,সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদে পঞ্চম বার্ষিকী পরিকল্পনা উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টার দিকে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত পরিষদের মাঠে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায় ইউপি চেয়ারম্যান ইঞ্জি.মো.শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষণা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনা করেন,জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান মামুন।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,জেলা প্রশাসক মুহাম্মদ.আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপ-পরিচালক(উপ সচিব)স্থানীয় সরকার মানিকগঞ্জ শাহিনা আক্তার,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ইসতিয়াক,পরিষদের সচিব মো.নুরুজ্জামান,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুজ্জামান ২০২৩-২৪ অর্থ বছরের ২ কোটি ১৫ লক্ষ চোয়ান্ন হাজার ৩ শত আষট্রি টাকার বাজেট ঘোষণা করেন।
আলোচনা শেষে জয়মন্টপ ইউনিয়নের ২০২২ সালে এসএসিতে গোল্ডেন এ+ ফাইভ প্রাপ্ত ছাত্র/ছাত্রী,কৃষি,স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগে অসামান্য অবদান রাখা কর্মকর্তা,২০২২-২৩ সালের সর্ব্বোচ্চ হোল্ডিং করদাতাবৃন্দ,আদর্শ কৃষকবৃন্দ ও শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তাদের মাঝে জেলা প্রশাসক সন্মাননা পুরুস্কার তুলে দেন। পরে উক্ত অনুষ্ঠানের সভাপতি ইঞ্জি মো.শাহাদৎ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।