নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় বাবুল দেওয়ান (৫০) নামের এক শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল দেওয়ান ঐ এলাকার খৈয়ামুরি গ্রামের মৃত. সমুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল দেওয়ান দীর্ঘদিন যাবৎ সাইকেলযোগে উপজেলার বিভিন্ন বাজারে শুঁটকি ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার ভোরে সাইকেলযোগে স্থানীয় গোলাইডাঙ্গা বাজার যাওয়ার সময় আমতলা মোড়ে পৌঁছালে ঢাকাগামী অজ্ঞাত ইট বুঝাই ১টি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
এ ঘটনায় সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।