সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: সারা দেশে পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ম আয়ের পরিবারের নিকট ভুর্তুকি মূল্য টিসিবি কর্তৃক পণ্য বিক্রয় কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রয়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার(২০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার গোবিন্দল নতুন বাজার থেকে এ কার্যক্রমের উদ্বোধনের মধ্যে দিয়ে পন্য বিক্রয় শুরু হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,উপজেলা নির্বাহী অফিসার দিবন দেবনাথ, পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমানুর রহমান,ট্রেক অফিসার আবু সালেহ আহমেদসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।