সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বাবুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকসহ তার বাড়ি থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। আটককৃত হলেন-উপজেলার সায়েস্তা ইউনিয়নের বৈরাগিরটেক গ্রামের মৃত সুমন খাঁর ছেলে বাবুল হোসেন।
থানা সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১ টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর নির্দেশনায় ওসি সফিকুল ইসলাম মোল্যার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে বাবুলকে আটকসহ তার নিজ বাড়ির আঙ্গিনায় টয়লেটের পাশ থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার করেন।
গত রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধল্লা বাজার ডাকঘর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি পাপ্পু (২২) ও তার সহযোগী কিশোর হৃদয় (১৫) কে আটক করেন ধল্লা ফাঁড়ি পুলিশ। পরে হৃদয় (১৫) স্কুল ছাত্র ও বয়স বিবেচনা করে পুলিশ সুপারে পরামর্শক্রমে স্থানীয় ধল্লা ইউপি সদস্য মিজানুর রহমান ও তার পরিবারের জিম্মায় দেয়া হয়। পাপ্পুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। তাছাড়াও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম বার এর নির্দেশনায় ৩ দিনের বিশেষ অভিযানে ৪টি মাদক মামলাসহ ৩৮টি ওয়ারেন্ট তামিল করেছেন থানা পুলিশ বলে জানা গেছে।
এ ব্যাপারে থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন- আমি যেখানেই মাদকের গন্ধ পাই সেখানে অভিযান চালাই। মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। আমার কথা একটাই, হয় মাদক ছাড় না হয় সিংগাইর ছাড়। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতাও চান তিনি।