সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ| বিষয়টি প্রেস বিজ্ঞত্তির মাধ্যমে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা। ০৯ জুন বুধবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার সিংগাইর পৌরসভা মধ্যসিংগাইর গ্রামের কামাল হোসেনের ছেলে স্বাধীন (২০), মৃত হারাধন শীলের ছেলে সাগর শীল (২১), মৃত সম্ভু নাথ বসাকের ছেলে উদয় বসাক (২১) ও উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া গ্রামে মৃত শেখ আব্দুল এর ছেলে জমির উদ্দিন(৬০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হান, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাঃ রেজাউল হকের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সার্বিক তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই মাহফুজ রানা, মো. রকিবুল ইসলাম ও শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার দিকে সিংগাইর থানাধীন জয়মন্টপ সাকিনস্থ নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে বিসমিল্লাহ ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেন।
অপর দিকে একই সময় পৃথক অভিযানে এসআই শেখ. মো. তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিংগাইর থানাধীন ফোর্ডনগর সাকিনস্থ ফোর্ডনগর বাজারে জমির উদ্দিন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করিয়া ৫ শ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়িকে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, পৃথক ২টি অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।