সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগীর শনাক্ত হয়েছে। শুক্রবার (২জুলাই) ১৫ জনের দেহে থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে নমুনা পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হলে শনিবার (৩ জুলাই) দুুপুরে রিপোর্টে ১৫ জনের মধ্যে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন- উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারহানা কবির।
উপজেলা সূত্রে জানা যায়, ৯জন করোনা রোগীর মধ্যে ৬ জনই সিংগাইর পৌর এলাকার ও ৩ জন অন্যান্য ইউনিয়নের রয়েছে।
এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন, সুস্থ হয়েছেন ৩১৭ জন, মৃত্য হয়েছে ৭ জন, চিকিৎসাধীন রয়েছেন-৩২ জন।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. ফারহানা কবির বলেন- আক্রান্ত রোগীদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা ও খোঁজখবর নেয়া হবে।