সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর এলাকার মেসার্স মতিন ব্রিক্সসে ইটের ব্র্যান্ড এ.এ.বি নামের ১টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুনা লায়লা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা বায়রা এলাকা মেসার্স মতিন ব্রিক্সসে পার্শবর্তী এলাকার এ.এ.বি ব্র্যান্ড নাম দিয়ে কৌশলে ইট প্রস্তুত করে আসছিল উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মো. ইমরান হোসেন কোম্পানি।
বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার অভিযান চালায়। এসময় ঐ ভাটার মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ফলে ভাটাটি সম্পূর্ন গুড়িয়ে আগুন নিভিয়ে দেন প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।