সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর চান্দহর ইউনিয়নের রিফাইতপুর চকের সার্ক ইটভাটার ধোঁয়ায় ২০ একর ইরিধান পুড়ে গিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়। এতে কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিষয়টি “জাগ্রত জনতা” অনলাইন সংস্করনসহ বিভিন্ন গনমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এবং ক্ষতিগ্রস্থ কৃষকের নামের তালিকা করে ইটভাটার মালিকের মাধমে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার ক্ষতিগ্রস্থ ৬২ জন কৃষকের মাঝে ৪ লাখ ৯১ হাজার ৩ শত ৪ টাকা ক্ষতিপূরণ দেন সার্ক ইটভাটার মালিক।
এ ক্ষতিপূরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান, চান্দহর ইউপি চেয়ারম্যান সওকত হোসেন বাদল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. সানোয়ার হোসেন এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে, একই দিনে জার্মিত্তা ইউনিয়নের হাতনি চকের ৩টি ইটভাটার ধোঁয়ায় পুড়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ ইটভাটার মালিকদের কাছ থেকে আদায় করা ১৪ লাখ সাড়ে ৮ হাজার টাকা ১২১ জন কৃষকের মাঝে জার্মিত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। বাকি কৃষকদেরও পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানা গেছে।