নিজস্ব প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপে সিংগাইর উপজেলায় ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে প্রার্থীরা মাঠে নেমেছেন ঝরেসরে। প্রার্থীদের উপস্থিতিতে মাঠ জমে ওঠেছে। মাত্র কয়েকদিন বাকি থাকায় চেয়ারম্যান প্রার্থী ও অন্যন্য সদস্যরা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ভোটাদের বিভিন্ন লোভনীয় আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন।
এ ছাড়াও প্রার্থীরা বিভিন্ন শিল্পীর কন্ঠে গান রেকডিং করে প্রচার-প্রচারনা করছেন এবং ব্যানার, পোস্টার দিয়ে ছেয়ে গেছে পুরো উপজেলা। প্রার্থীরা পহর গুনছে নির্বাচনের দিনের অপেক্ষায়। ভোটারদের মধ্যে চলছে নানা সমীকরণ । তবে এবার যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবে এমনটাই আশা এলাকায়বাসীর।
উপজেলার ১১টি ইউনিয়নের মধ্য বায়রা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি নির্বাচীত হওয়ার পথে। তাছাড়া আরও ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৩৫ জন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ জন, জাতীয় পার্টি ২ জন, ইসলামি আন্দোলন ২জন, জাকের পার্টি ৩ জন মাঠে রয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের ১০৪ জন, সাধারণ ওয়ার্ডের ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সূত্রে জানা গেছে।
এ উপজেলা ১১টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ড রয়েছে ৯৯টি, সংরক্ষিত ওয়ার্ড ৩৩টি, ভোট কেন্দ্র সংখ্যা ১১২টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯২টি, অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮০টি, এ নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা ২১৯৩২৪ জন। এর মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১০৯৩৮৪, মহিলা ভোটার সংখ্যা ১০৯৯৪০ জন।
উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী জানান- সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ দিকে।