সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে একমাত্র নারী প্রার্থী চান্দহর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এলাকাবাসীর সেবা করতে চান শোভা রহমান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ি নিলাম্বরপট্রি গ্রামে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন- আমি পারিবারিকভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান। প্রধানমন্ত্রী ৩৩ ভাগ নারী নেতৃত্ব বিকাশে উপজেলার আমার প্রার্থীতা অগ্রাধিকার পাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন- এলাকার জনসর্মথনে আমি এগিয়ে। আমি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকার কাঙ্খিত উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামকে শহর রূপান্তরিত করার কাজে নিজেকে নিয়োজিত রাখবো। সর্বপরি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফতেপুর রমজান আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ইউপি সদস্য খালিদ রেজা, স্থানীয় বাসিন্দা লিহাজউদ্দিন ও হাফিজ খা প্রমুখ।