সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চারিগ্রাম বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাঈদুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,উপজেলার চারিগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল্লাহর হোটেল ১০ হাজার,আবু ইউসুফের মুদি দোকানে ৫ হাজার,সজীব মোটরসাইকেল গ্যারেজ ৫শ,হেমন্ত হোটেল ৫ হাজার,আলমগীর হার্ডওয়ার ১০ হাজার,সাইদুর স্বর্ণের দোকান ৫ হাজার,আসাদের স্বর্ণের দোকান ৫ হাজার,আবু কাশেমের স্বর্ণের দোকানে ৪ হাজার টাকা এর মধ্য হোটেল মালিককে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন,অন্যদের অত্যবশ্যকিয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬ ধারা মতে মোট-৪৫ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো.মাঈদুল ইসলামের সরকারি নাম্বারে ফোন দিলে রিসিফ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।