সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে শরিফ (২৫) নামের এক অটোচালক নিখোঁজের ৪ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকায় ৩নং ওয়ার্ড হানিফ কোম্পানির ভিটার উত্তর পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত-শরিফ সিংগাইর পৌরসভা এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্য সিংগাইর (পুকুরপাড়া) গ্রামের মৃত. শহিদুল ইসলামের ছেলে। তিনি ৪ বছরের এক সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার প্রতিদিনের ন্যায় গোবিন্ধল গ্রামের খোরশেদের গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটোবাইক নিয়ে বের হয়। সারাদিন পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় বিভিন্ন জায়গা খুঁজতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার সিংগাইর থানায় ১টি সাধারণ ডায়েরি করেন অটোবাইক মালিক খোরশেদ আলম। এর মধ্যে খোঁজাখুজি অব্যাহত থাকে।
মঙ্গলবার সকালে হানিফ কোম্পানির ভিটা থেকে দুর্গন্ধ পায় স্থানীয়রা। কাছে গিয়ে তারা লাশ দেখতে পায় এবং পুলিশ খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিকৃত লাশ উদ্ধার করেন। এ সময় নিহতের পরিবার খবর পেয়ে লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যর কারণ জানা যাবে