মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরের শাকিব (১৮) নামের এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৬ টার দিকে ঢাকার কলাবাগান লেক সার্কেস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিব উপজেলার গোবিন্ধল মোল্লা পাড়া মহল্লার মাসুদ আলমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাকিব বেশকিছু দিন যাবৎ এসি, ফ্রিজের টেকনিশিয়ান হিসেবে কাজ করে আসছিল। সেই সুবাধে ঢাকার ৪৩, কলাবাগান লেক সার্কেস এলাকায় ১০ তলা বিল্ডিংয়ের এসি লাগানোর কাজ করছিল। এরই মধ্যে তার সহকর্মীরা ৯ তলা থেকে তার অজান্তে বিদ্যুতের সুইজ দেয়ায় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে গুরুতর আহত হয়।
এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার কলাবাগান থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায়।