সিংগাইর প্রতিনিধি : সংসারের অভাব অনটন নিয়ে স্বামী, সন্তানসহ চলছিল পলির সংসার। অভাব গুছানোর জন্য সৌদি আরব জান তিনি। সেখানে গিয়ে তিনি গৃহকর্তার নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত বলে অভিযোগ ওঠেছে।
মানিকগঞ্জের সিংগাইরের পলি আক্তার (৩৫) স্থানীয় মহিলা আদম ব্যবসায়ী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের সামচুর স্ত্রী সানোয়ারার খপ্পরে পরে গৃহকর্মী হিসেবে গত ৪ মাস আগে পাড়ি জমান সৌদি আরবে। সেখানেও শেষ রক্ষা হচ্ছে না। প্রতিনিয়ত হচ্ছে অমানবিক নির্যাতনের শিকার এমন অভিযোগ করেছে ভুক্তভোগীর স্বামী সিদ্দিক। ইতিমধ্যে ভুক্তভোগীর স্বামী ছিদ্দিক বাদি হয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহা-পরিচালক ও সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের সামচুর স্ত্রী আদম ব্যবসায়ী সানোয়ারা জার্মিত্তা ইউনিয়নের ছিদ্দিকের স্ত্রী পলি আক্তারকে লোভ লালসা দেখিয়ে গৃহকর্মীর ভিসা দিয়ে ৪ মাস আগে সৌদি আরব পাঠান। সেখানে যাওয়ার পর গৃহকর্তা অমানবিক নির্যাতন ও মারধর করে আহত অবস্থায় সৌদি আরবে বাংলাদেশী এজেন্সির কাছে ফেরৎ দেয়। বিষয়টি মুঠোফোনে স্বামীর কাছে জানালে আদম ব্যবসায়ী সানোয়ারাকে জানানো হয়। এতে সে বাড়ি ফেরৎ আনা বাবদ ৫ লক্ষ টাকা দাবি করলে অসহায় পরিবারটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেয়। পরিবর্তীতে আরও পঞ্চাশ হাজার টাকা দাবি করেন ঐ মহিলা আদম ব্যবসায়ী। এ টাকা না দেয়ায় ভিকটিমকে তার পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় আদম ব্যবসায়ী সানোয়ারা বিষয়টি নিয়ে নানা তালবাহানা করছে বলে ভিকটিমের পরিবারের অভিযোগ।
এ ব্যাপারে আদম ব্যবসায়ী সানোয়ারা বিদেশ পাঠানোর ব্যাপারে স্বীকার করলে ও নির্যাতন ও টাকা পয়সা নেয়ার বিষয়টি অস্বীকার করেন। সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন-অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।