নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ আমাদের সকলের” এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সংহিসতার প্রতিবাদে ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) দোহার-নবাবগঞ্জ শাখা সদস্যবৃন্দ। রোববার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বিএমএ সদস্যরা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘর-বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা চাই ঐ সব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার। সেই সাথে যে যার অবস্থানে থেকে, যার যার ধর্ম পালন করবো। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হানাহানি নয়, সহাবস্থানে থেকে একে অপরকে সহযোগীতা করবো।
বক্তব্য রাখেন, বিএমএ’র দোহার-নবাবগঞ্জ শাখার সভাপতি শ্যামলাল পাল, সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেন, সাবেক সহ-সভাপতি ডা. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ডা. মো. শহীদুল ইসলাম প্রমুখ।