নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের সাংবাদিক ও এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো.কাজী সোহেলের বাবা মো. ভুলু কাজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা সদরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছিলো। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । পরে বাদ আসর গোবিন্দপুর জামে মসজিদ ঈদগা মাঠে নামাজের জানাযা শেষে গোবিন্দপুর সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পূর্ণ করা হয়। জানাজায় স্বজনরা ছাড়াও এলাকার জনপ্রতিনিধি,সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও দোহার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নববাংলা পরিবারের সকল সদস্যরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।