ডেস্ক : সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানীতে ১ জন, পাবনার চাটমোহরে মুয়াজ্জিন, মৌলভীবাজারের রাজনগরে প্রবাসী, পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃদ্ধা, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃদ্ধ, বঙ্গবন্ধু সেতুর ওপর ২ জন, দিনাজপুরের বীরগঞ্জে স্কুলছাত্র, নাটোরের বড়াইগ্রামে গৃহবধূ, নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালক, ময়মনসিংহের ভালুকায় শিশু এবং ফরিদপুরের ভাঙ্গায় পথচারী নিহত হয়েছে। বরিশালের আগৈলঝাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ডা. আফরিন জাহান। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজধানী : বনানী এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে নিহত পিকআপ চালক আব্দুল জলিল মোল্লার (৪০) গ্রামের বাড়ি গাজীপুর জেলার দয়াগঞ্জের এরশাদনগর এলাকায়। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বনানীর নেভি সদর দপ্তরের সামনে শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে অটোরিকশার ধাক্কায় নিহত মুয়াজ্জিন মজিবর রহমান (৬৫) উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের বাসিন্দা ও গ্রামের মসজিদের মুয়াজ্জিন। চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুরে রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার : রাজনগরে ট্রাকচাপায় নিহত আমিরাত প্রবাসী মো. মবু মিয়া (৩৫) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সাড়ে ৭টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালামোহা মটুকপুরে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ভান্ডারিয়া (পিরোজপুর) : ভান্ডারিয়ার ইকড়ি-তেলিখালী সড়কে রোববার সকালে ভ্যানগাড়ি উল্টে নিহত নাসির হাওলাদার (৬৫) উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হন। ইকড়ি যাওয়ার পথে স্থানীয় জোমাদ্দার বাড়ি সংলগ্ন মোড়ে দুর্ঘটনায় পড়েন বৃদ্ধ নাসির।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় নিহত মোহাম্মদ আলী (৭০) কাঁচপুর ইউনিয়নের বটতলা সোনাপুর এলাকার বাসিন্দা।
সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ভূঞাপুর : বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক্টর ও বাসের সংঘর্ষে ট্রাক্টরে আগুন ধরে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের ৭ যাত্রী আহত হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জে গাড়ির ধাক্কায় নিহত স্কুলছাত্র কৌশিক রায় (৮) উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে। বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের দক্ষিণ কোমরপুর বটতলা এলাকায় রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন হাসনাহেনা (৪৫) নামে এক গৃহবধূ। উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে রোববার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসনাহেনা গড়মাটি গ্রামের বাকপ্রতিবন্ধী আরশেদ আলীর স্ত্রী।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে বাসের সঙ্গে সংঘর্ষে নিহত অটোরিকশা চালক মো. জাবেদ হোসেন (৩৫) চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের মৃত মো. মফিজ মিয়ার ছেলে। সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের দক্ষিণ ওয়াপদা এলাকায় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সিএনজি অটোরিকশার চাপায় নিহত শিশু আহাদ (৯) উপজেলার সোয়াইল গ্রামের সুমন খানের ছেলে। ভরাডোবা-ঘাটাইল সড়কের নিঝুরি বাজারে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদিতে রোববার বাসচাপায় নিহত পথচারী সোহাগ মাতুব্বর (৩৫) উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামের সেকেন্দার মাতুব্বরের ছেলে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে।
কাউনিয়া (রংপুর) : কাউনিয়া উপজেলার আরকে রোডে ভেলুপাড়ায় শনিবার রাতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন নৌবাহিনীর ক্যাপ্টেন ডা. আফরিন জাহান। তিনি খুলনা নেভাল একাডেমিতে কর্মরত। খুলনা থেকে বরিশাল যাওয়ার পথে শনিবার বিকালে আগৈলঝাড়ার পয়সারহাট পূর্বপার অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।