মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা মুন্সীগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগে জেলা কমিটির অস্থায়ী কার্য্যালয়ে এই প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভান্ডারী সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান। এর পর জেলা কমিটির পরিচিতি শেষে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসটি পালনের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সোনালী খবরের স্টাফ রিপোর্টার মোঃ বোরহান উদ্দিন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জেলা কমিটির মুন্সীগঞ্জের সহ-সভাপতি রনজিত মল্লিক, দেলোয়ার হোসেন মাদবর, সহ-সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন সেলিম, অর্থবিষয়ক সম্পাদক আঃ সালাম, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার চৌধুরী অনু, ধর্মবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-ধর্মবিষয়ক সম্পাদক ওসমান গনি, সিরাজদিখান উপজেলার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্যকরী সদস্য মিরাজ, সেলিম সরদার, মোঃ আব্বাস হোসেন প্রমুখ।