নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ১ কোটি ৫৪ লক্ষ ১৯ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান।
বাজেটে ইউনিয়নের ভৌত অবকাঠামো, পানি সরবরাহ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে ইউনিয়নের রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাট-বাজার, ঈঁদগাহ, মসজিদ, কবরস্থান, মন্দির, স্কুল, কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন, শিল্প ও কুটিরশিল্প, সেবা, শিক্ষা ও নাগরিক সুবিধাকেও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ইউপি সচিব মোহাম্মদ তাজুল হালিম খান, হিসাব সহকারী সজিব মিয়া, ইউপি সদস্যগণ নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।