নিজস্ব প্রতিবেদক: “শেখ হাসিনা সরকার বার বার দরকার”এ শ্লোগানকে সামনে রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আ.লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, শেখ হাসিনা নির্বাচনে হারলে অস্থিতিশীলতায় পড়বে বাংলাদেশ,বিশ্বের ক্রাইসিস মুহূর্তে আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই হিসেবে ৫ম বারের মত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চারিগ্রাম ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসএ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের ৪ বারের সফল প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,বদলে যাওয়া নির্ভরতা, আস্থা,বিশ্বাসের ঠিকানা, ৫বারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চারিগ্রাম ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নরুল আলম খাঁন বরশাত এর সভাপতিত্বে চারিগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য নাইমুর রহমান রজ্জবের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে টুলু আরও বলেন-কথায় নয় কাজের মাধ্যমে ইতিমধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশ পরিণত হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলছে। তিনি বলেন,মামী ভাগিনার কোন প্রাইভেট লিমিটেড কোম্পানীর আওয়ামীলীগ কমিটি এ এলাকায় চলবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান কমিটি কেউ ভাঙ্গতেও পারবে না। ভয় দেখিয়ে কোন লাভ নেই। আওয়ামীলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.সায়েদুল ইসলাম,বায়রা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বায়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু,চারিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো.তমিজ উদ্দিন,সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিন,পৌরসভার প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন,কাউন্সিলদ্বয় মো.শামছুল ইসলাম ও কামাল হোসেন,পৌর আওয়ামীলীগের সদস্য শেখ মাসুদ,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন ।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.ফয়জুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বেপারি,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আবুল কালাম আজাদ প্রমুখ। এ আলোচনা সভায় ২ সহস্রাধিক নেতাকর্মীসহ স্থানীয় লোক উপস্থিত ছিলেন।