কাজী সোহেল নবাবগঞ্জ-(ঢাকা) থেকে : যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি ততো বেশি উন্নত। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি বৃদ্ধি, কওমী মাদরাসা স্বীকৃতিসহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। ফলে একদিকে যেমন শিক্ষার হার বেড়েছে, অপরদিকে বেড়েছে শিক্ষার মান। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এসব কথা বলেন।
মাদরাসা শিক্ষার জন্য আলাদা অধিদপ্তর বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে পনিরুজ্জামান তরুন বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি এবং মাদরাসা শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। করোনা স্বাভাবিক হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এখন শিক্ষার মানোন্নয়নে আপনাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা।