নিজস্ব প্রতিনিধি : রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফ্রান্স কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ বলেন, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জনগণই আমার শক্তি। আমি রাইপাড়া জনগণের সেবায় সবসময় কাজ করে যাবো। সব শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাকে আসন্ন রাইপাড়া ইউনিয়ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করে দেখাবো।
তিনি আরও বলেন, সমাজে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সমাজে বেকারত্ব হ্রাস করার লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি করবো। গরীব-অসহায়দের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা দূরীকরণে সর্বোচ্চ চেষ্টা করবো। আজ শনিবার (২০ নভেম্বর) দুপুরে রাইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কালী মন্ডপে দামোদড় ও কার্তিক মাসের বাৎষরিক মহা প্রভুর ভোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় ডাক্তার দিলীপ কুমার (শীল) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক পূজা কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার (মেম্বার), উত্তর লটাখোলা সমাজপ্রধান শাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ, পঙ্কজ, নগেন, স্বেচ্ছাসেবক লীগের মনির হোসেন, আলম সর্দার, জামাল সর্দারসহ আরও অনেকে।
এসময় বাৎষরিক মহা প্রভুর ভোগ অনুষ্ঠানে নারী, পুরুষসহ প্রায় দুই হাজার মানুষ ভোজে অংশগ্রহণ করেন।