নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রোমান মিয়া। সোমবার সকালে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাইপাড়া ও বান্দুরা ইউনিয়নের ২ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল-চিনি, পেঁয়াজ, সয়াবিন তেল, ছোলা, ডাল, চিড়া ও খেজুর।
এ সময় প্রধান শিক্ষক মনজুর রসিদ বলেন, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রোমান মিয়ার আহ্বানে শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীতে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রসিদ, মো. শহিদুল ইসলাম, ইসলামইল মাদবর, আইয়ুব বাওয়ালী, জাকির হোসেন, আফজাল হোসেনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।