ডেস্ক রিপোর্ট : ইউরো চ্যাম্পিয়নশিপে মুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে রাখা হবে না কোন বিয়ারের বোতল। সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রকরা।এখন থেকে ইউরো চ্যাম্পিয়নশিপে মুসলিম ফুটবলারদের সংবাদ সম্মেলনে রাখা হবে না কোনো বিয়ারের বোতল। বিষয়টি জানানো হয়েছে উয়েফার পক্ষ থেকে। এরই মধ্যে শুরু হয়েছে এর প্রচলন। এর আগে পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচের পর করিম বেঞ্জেমার প্রেস কনফারেন্সে রাখা হয়নি বিয়ারের বোতল। পল পগবা সংবাদ সম্মেলনে বিয়ারের বোতল সরিয়ে রাখার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রকরা।মাঠের খেলার বাইরে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ সাক্ষী হয়েছে নানা ঘটনার।
এই যেমন আসরের শুরুর দিকে সংবাদ সম্মেলনে হাজির হয়ে কোমল পানীয় কোকাকোলার বোতল বিরক্তিভরে সরিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই ঘটনার পরই অবিশ্বাস্যভাবে কোকাকোলার শেয়ারের দর কমে যায় ৪০০ কোটি ডলার।এরপর রাশিয়ার কোচের কাছে রোনালদোর কোকাকোলা সারিয়ে রাখার ঘটনা সম্পর্কে জানতে চাইলে। তিনি সংবাদ সম্মেলনে বসেই কোক পান করেন। এবং জানিয়ে দেন যে তিনি কোক পছন্দ করেন। এমন ঘটনা ঘটিয়েছেন আরও অনেক ফুটবলার।বিষয়টি নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনার ঝড় বইছিল, তখনই একই রকম কাণ্ড ঘটান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা।
তবে স্বাস্থ্য সুরক্ষায় কোমল পানীয় নয়, ধর্মীয় অনুশাসন মানতে বিরক্তিভরে বিয়ারের বোতল সরিয়ে দেন পগবা।সেই ঘটনার পর উয়েফা কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। স্পন্সর হওয়া এসব কোম্পানির কৌশলের অংশ হিসেবে রাখা পানীয়ের বোতল না সরাতে নির্দেশ দেয় ফুটবলারদের।তবে পল পগবার বিষয়ে উয়েফা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছে। মুসলিম ফুটবলারদের সামনে মদ বা বিয়ারের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। সংবাদ সম্মেলন শুরুর আগেই কোন মুসলিম ফুটবলার আসছেন এবং তার সামনে বিয়ার বা মদের বোতল রাখা যাবে কি না, সে বিষয়টি নিশ্চিত হয়ে নেবে উয়েফা। খেলোয়াড় মুসলিম হলে বা তার আপত্তি থাকলে সামনে মদ বা বিয়ারের বোতল রাখা হবে না।ইতোমধ্যে বিষয়টির প্রয়োগ শুরু হয়েছে। গত বুধবার পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে স্টার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফরাসি মুসলিম স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে তার সামনে কোনো বিয়ারের বোতল রাখেনি আয়োজকরা। পল পগবার ছোট্ট এক পদক্ষেপেই ইউরো কাপের আয়োজকরা মুসলিমদের ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন।