নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলায় আসন্ন মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মো. কামাল হোসেনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মো. কামাল হোসেনের নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলসহ প্রায় ২ শতাধিক নারী-পুরুষ ভোটারেরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাই একমত হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে এবার মেম্বার প্রার্থী মো. কামাল হোসেনকে নির্বাচিত করতে হবে। মো. কামাল হোসেন নির্বাচিত হলে অবহেলিত মানুষের উন্নয়ন হবে। আমরা ত্রাণ চাইনা, আমরা চাই আমাদের এলাকার উন্নয়ন চাই।
দোয়া ও সমর্থন কামনা করে মেম্বার প্রার্থী মো. কামাল হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান। অবহেলিত এই এলাকার উন্নয়নের জন্য দল, মত নির্বিশেষে আসন্ন নির্বাচনে আমাকে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানাচ্ছি। আমি মেম্বার নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ। উঠান বৈঠকে উপস্থিত ভোটারগণ আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মো. কামাল হোসেনের পক্ষে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন। জনসভা শেষে মো. কামাল হোসেন উপস্থিত ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করে তাদের কাছে সহযোগীতা কামনা করেন।