লতা মন্ডল সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানাগর ইউনিয়নে নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে নাইশিং কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের প্রধান অতিথি হাজী মহিউদ্দিন আহমেদ।
নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ।
পটুয়াখালি চৈতানেছাড়িয়া ফাজিল মাদাসার প্রিন্সিপাল মো. ওবায়দুর রহমান বিক্রমপুরীর মাহফিল পরিচালনায় এতে প্রধান মেহমান হিসেবে পবিত্র রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকা দারুজান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতী মুহাম্মদ ওসমাম গণি সালেহী।
বিশেষ বক্তা ছিলেন গজারিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল সালেহী, আল মাদরাসাতু জান্নাত যাত্রাবাড়ী ঢাকার প্রিন্সিপাল মাওলানা মুফতী মমিনুল ইসলাম বিক্রমপুরী।
আরও ওয়াজ করেন নাইশিং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী জাহিদুল ইসলাম।
নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের আয়োজনে মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।