সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৩কেজি গাঁজাসহ মহিদুর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন-সিপিসি-৩ মানিকগঞ্জ, র্যাব-৪। সোমবার (৩১ মে) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত মহিদুর ঐ এলাকার মো. আউয়াল মুন্সির ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে মহিদুরের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত বিষয়টি নিশ্চিত করেন- সিপিসি-৩ মানিকগঞ্জ, র্যাব-৪ এর সিনিয়র এএসপি উনূ মং।
তিনি আরও বলেন- আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।