সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার জয়মন্টপ বাসস্ট্যান্ড এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মো. রবিউল সরকার (২৫) গাইবান্দা জেলার সাদুল্লাহপুর থানার দক্ষিণ সানতালা গ্রামের আব্দুর রব সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক জয়মন্টপ এলাকায় পৌঁছালে চাকা পাংচার হওয়ায় গাড়িটি পার্কিং রাখা ছিল। এরই মধ্যে ঢাকাগামী আরেকটি মাছ ভর্তি ট্রাক দ্রুত গতিতে পার্কিং করা গাড়ির পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্য হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন- আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।