নিজস্ব প্রতিবেদক : মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই মুখপাত্রের কটুক্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার রাইপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলে দোষীদের ফাঁসির দাবিতে শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলটি পালামগঞ্জ বাজার থেকে বের হয়ে কাচারীঘাট বাজার হয়ে লটাখোলা এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি আমাদের প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সা.) কে । সেই প্রিয় নবী সর্ম্পকে কেউ কটুক্তি করলে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা এ প্রতিবাদ সভা থেকে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি সেই সাথে ফাঁসির দাবি জানাচ্ছি। বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান বক্তারা। এ সময় রাইপাড়া রাইপাড়া ইউনিয়নের ছাত্র-শিক্ষক, ইমামসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।