নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহাকবি কায়কোবাদের ১৬৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগলা চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন কার হয়।
মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সভাপতি ও কবির বংশধর মো. নাজিম আল কোরাইশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়ির সহ-সভাপতি ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।
মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ঢাকা মিল্লাত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী বখতিয়ার হোসেন শ্যামল, মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আরশাদ আলী, মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের আহবায়ক মো. আজাদ।
আলোচনা সভায় বক্তারা মহা কবির নিজ গ্রাম নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়ায় বেদখল হওয়া বসতভিটা উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের কাছে অনুরোধ জানান। শেষে মহাকবি কায়কোবাদের ১৬৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এ ছাড়াও কবির জন্মদিন উপলক্ষে মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের আয়োজনে শুক্রবার বাদ জুমা তার নিজ এলাকায় এক যোগে ৬টি মসজিদে দোয়া করা হয়। রাত ৮টায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট এর আয়োজনে নবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মুনির চৌধুরীর লেখা নাটক ‘কবর’ মঞ্চত্ব করা হয়।