আব্দুল রাহিম : ঢাকার দোহার উপজেলায় মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও দোহার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল মোন্নাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠান উদ্ধোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান খান, সরকারি পদ্মা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন, দোহার উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সুলাইমান, জয়পাড়া কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।