নিজস্ব প্রতিবেদক : বসন্ত ও ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়ানোর ব্যতিক্রমী আয়োজন করেছে বিডি ক্লিন দোহার শাখার সদস্যরা। ‘ভালোবাসা সবার জন্য, ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে’ এই স্লোগানে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রতন চত্বর থেকে আনন্দ র্যালির মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
প্রথমে করোনাকালীন সম্মুখ যোদ্ধা হিসেবে দোহার থানার পুলিশ সদস্য, ডাক্তার-নার্স এবং সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
পরে পথ শিশু, অসহায়দের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
বিডি ক্লিনের দোহার শাখার সদস্য মুরাদ হোসেন বলেন, আমাদের এই ধরনের উদ্যোগ নেয়ার কারণ হচ্ছে, আমরা ভালোবাসাটাকে এক-কেন্দ্রীক করে ফেলেছি। এই এক-কেন্দ্রীক ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে। ভালোবাসা হোক সবার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তাই আমাদের এই ব্যতিক্রম উদ্যোগ। আমরা প্রতি বছর এই দিনটাকে এভাবেই পালন করবো বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে।
সদস্য চাঁদনি ভূইঁয়া বলেন, আমি নিজেকে বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য মনে করি। বিডি ক্লিনের সাথে থেকে অনেক অনুপ্রেরণামূলক কাজ করতে পেরেছি। আজকের এই দিনটি ভিন্নভাবে পালন করছি। সব পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছি আমরা। পথ শিশুদের মুখে এক বেলার খাবার তুলে দিতে পেরেছি, তাদের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছি। এ আনন্দ যে কত বিশাল তা ভাষায় প্রকাশ করা যাবে না।
উল্লেখ্য, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে এই ব্যতিক্রম উদ্যোগের আয়োজন করে আসছে দোহার শাখার বিডি ক্লিনের সদস্যরা।