নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে ঢাকার দোহার উপজেলার ফুলতলা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার বিকাল ৩টায় মুকসুদপুর ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তানশীর পদ্মা লেক সিটি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
মাওলানা যুবায়ের আহমাদ সাকী ও মুফতী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফুলতলা বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান। এসময় বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভারতের সকল পণ্য বর্জনের আহ্বান জানান তারা।