নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় হলিকেয়ার হাসপাতাল ও হলিকেয়ার ডায়াবেটিস সেন্টারের আয়োজনে কাশিমপুর লুবনা ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে কায়কোবাদ চত্তর ঘুরে বাগমারা ব্রিজ প্রদক্ষিণ করে ফিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সদর কলাকোপা ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, হলিকেয়ার হাসপাতাল ও হলিকেয়ার ডায়াবেটিস সেন্টারের চেয়ারম্যান মুসফিকুর রহমান পলাশ, এমডি যতীন্দ্র নাথ মন্ডল, উপদেষ্টা আমিনুর রশীদ, পরিচালক মনিরুল ইসলাম, রাজকুমার মন্ডল, শাকির আহমেদ, বারডেম হাসপাতালের প্রতিনিধি ডা. মো. আনিসুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ।