স্পোর্টস ডেস্ক : নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।
নতুন খবর হচ্ছে, ২০০১ সালের ৭ই মার্চ লন্ডনে এক বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার জিদান মিয়া। ফুটবলের প্রতি ভালোভাসা মাখানো এই অদম্য কিশোরকে এবার ঠিকই চিনে নিয়েছে ফুটবল। প্রথম বাংলাদেশী হিসেবে স্প্যানিশ লীগ লা লিগায় নাম লিখিয়েছেন এই তরুণ।
স্প্যানিশ দল রায়ো ভায়োকানোর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ ফুটবলার। জিদানের ফুটবলের হাতেখড়ি ডেভিড বেকহামের একাডেমিতে। সেখানে ২ বছর প্রশিক্ষণ নেয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুবদলে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং ও থাইল্যান্ডে।
বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়া ও তারিক কাজী যখন জাতীয় দলে আলো ছড়িয়ে যাচ্ছেন, তখন বাংলাদেশ থেকে কোনো প্রস্তাবই পাননি জিদান। উদগ্রীব হয়ে সেই অপেক্ষায় এখনও আছেন জিদান ও তার পরিবার। লা লিগায় ডাক পাওয়া এই তরুণের জন্য বাংলাদেশ এখন নতুন করে ভাববে কিনা সেটাই এখন দেখার বিষয়।