নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন বলে মন্তব্য করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার দোহার উপজেলায় আরসিসি রাস্তা নির্মাণ ও দোহার ছন্দু মিয়ার বাজারের সেট নির্মাণ প্রকল্প উদ্বোধন ও জেলা পরিষদের অর্থায়নে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ সময় তিনি এ কথা বলেন।
এসময় মো. মাহাবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। এক সময় ঢাকা জেলা পরিষদে দুর্নীতির আখড়া ছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করতে আমাকে দায়িত্ব অর্পণ করেন। তার দেয়া অর্পিত দায়িত্ব গ্রহণের পর থেকে ঢাকা জেলা পরিষদকে দুর্নীতি থেকে বের করে এনে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছি।
প্রকল্প উদ্বোধন পর বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ঢাকা-১ আসনের সংসদ সালমান এফ রহমানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি হাজি শেখ মো. মহিউদ্দিন, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোতালেব প্রমুখ।