নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশ স্বাধীন হয়েছে। যার কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। এছাড়া বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, যার পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগেই তৈরী করে দিয়ে গিয়েছেন। আজ শনিবার চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় যুগ্ম সচিব মো. মজিবুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ স¤পদ মন্ত্রনালয়ের যুগ্মসচিব তানিয়া খান তার বক্তব্যে বলেন, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হবে। দেশে অনেক শিক্ষিত মানুষ আছে যারা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। যাদের দুর্নীতির কারণে দেশ পিছিয়ে পড়ে। তাই আমি তোমাদের বলবো তোমরা শুধু শিক্ষা অর্জন করে শিক্ষিত হবে না। তোমরা অবশ্যই শিক্ষিত হওয়ার আগে একজন ভালো মানুষ হবে।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্মসচিব ও চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেলিম খান সমাপনী বক্তব্যে বলেন, আমি আজ যে স্কুলের সভাপতি একদিন এই স্কুলের ছাত্র ছিলাম। এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হয়েছে। আগামী বছর বিদ্যালয়ের শতবর্ষ পূরণ হবে। আমরা জাকজমক আয়োজনের মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠান উদযাপন করবো।
এসময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু, চুড়াইন ইউপি চেয়ারম্যান আ. জলিল বেপারী, বাড়ৈইখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, ঢাকা জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এসএম সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র মন্ডল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।