ডেস্ক : রাজধানীর পল্লবীতে মাদক কারবারীদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- সানি (২০) ও হীরা (১৯)। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর-১০ এলাকায় এ ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা।
আহত হীরার মা আফসানা বলেন, ক্যাম্পের মাদক ব্যবসায়ী মফিজ (৪০) ও তার ছেলে আলীসহ ১০-১২ জন যুবক হীরাকে ইট দিয়ে আঘাত করে। এ সময় সানি বাধা দিতে গেলে সানির পেটে ছুরিকাঘাত করে তারা।পরে মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও বলেন, মফিজ ও আলী আমার ছেলেকে দিয়ে তারা মাদক বিক্রি করাতে চায়। এতে রাজি না হওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে। আহত দুজনই সুতার দোকানে কাজ করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।বিষয়টি পল্লবী থানায় অবগত করা হয়েছে।