ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৫৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) সারাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি ও খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না, তা মনিটরিং করা হয়।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৫৭টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাজার তদারকির পাশাপাশি অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণির ভোক্তা ও ব্যবসায়ী মাঝে করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করা হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য সচেতন করা হয়।
তদারকিকালে মাস্ক, চাল ,আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।