নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকার দোহার উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী তৈয়বুর রহমান তরুনের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ধোয়াইর বাজারে নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের অফিসকে নৌকার নির্বাচনী ক্যাম্প হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌকার প্রার্থীকে জয়ী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী তৈয়বুর রহমান তরুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, দোহার থানা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় চোকদার, মোন্নাফ মাদবর, আব্দুল কুদ্দুস, মোখলেছুর রহমান, রাকিবসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।