নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ সরকারের অধিনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি। তিনি বলেন, শুধু শ্লোগান দিয়ে সরকারকে পতন ঘটানা যাবে না। তাই অবৈধ সরকারকে পতন ঘটাতে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
সোমবার ১১ টায় ঢাকার নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের বাস ভবন প্রাঙ্গনে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন,সরকার জনগণকে ভয় পায় বলে তারা বিএনপিকে খোলা মাঠে সমাবেশ করতে দেয় না। এসময় তিনি বলেন, বিএনপি বিদেশী দের উপর প্রভূত্বে বিশ্বাস করে না। জাতীয় স্বার্থ অক্ষুন্ন রেখে প্রতিবেশী দের সাথে সুসম্পর্ক বজায় রাখে।
তিনি বলেন, এ অবৈধ সরকার, মামলাবাজ সরকার, লুটপাটর সরকার। লুটপাটে দেশটাকে দেউলিয়া করে দিয়েছে। লুটপাট স্থায়ী করতে প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট দিয়ে টিকে আছে। এ সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবেনা।
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আবু আশফাক এসময় তিনি দোহার-নবাবগঞ্জ বাসীকে সকল ভেধাভেদ ভুলে এক হওয়ার আহব্বান জানান।

উপজেলা বিএনপির আহবায়ক আজাদুল ইসলাম হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় কমিটির সদস্য তমিজ উদ্দিন, এড. নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
সম্মেলনে আজাদুল ইসলাস হাই পান্নুকে সভাপতি ও আবুল কালাম খন্দকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
পরে একই স্থানে নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে দোহার উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে নজরুল ইসলাম মেছের কে দোহার উপজেলা বিএনপির সভাপতি ও মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক ও জীবন বেপারীকে সিনয়র সহ-সভাপতি নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।