নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকার দোহার পৌরসভার ৪ মেয়র প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দোহার বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেতা মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত দোহার পৌরসভা নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। কোন ব্যক্তিবিশেষ যাতে প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে এজন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও দৃষ্টি আর্কষণ করেন। এ নির্বাচনে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তারেরও অভিযোগও করেন ৪ মেয়র প্রার্থী।
এ ব্যাপারে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, একজন নাগরিক হিসেবে আমি কাউকে সমর্থন করতেই পারি। আমার সমর্থিত মেয়র প্রার্থী আলমাসের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে তাদের পরাজয় নিশ্চিত ভেবেই আমার বিরুদ্ধে বিষোদ্গার ও নানান অপপ্রচার করছে তারা।
সংবাদ সম্মেলন উপস্থিত মেয়র প্রার্থীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন ও আব্দুর রহমান আকন্দ।