নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ইন্তেকাল করেছেন। ২৯ জুন বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই টুটুল গুহ।
এর আগে গত ১২ই জুন নির্মল রঞ্জন গুহ হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৯ জুন সকাল ৯ টায় তিনি মারা যান।ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের।
ছাত্রজীবনে তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্মল রঞ্জন গুহ পরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন গভীর শোক প্রকাশেএবং তার আত্মার শান্তি কামনা করেন।