নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত দেড়টার দিকে কাঁচপুরে আল নূর নামে ওই পেপার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নিরাপত্তাকর্মী মোস্তাফিজুর রহমান (৪৫), আসাদুজ্জামান (৪০), তৌহিদুল ইসলাম (৪০) ও ফারুক নিয়া (৪৫)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্ট্রিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সাভির্সকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মীরা দগ্ধ হওয়ায় তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।