ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পাশাপাশি একাধিক লজ্জার রেকর্ড গড়ে সোমবার রাতেই দেশে ফেরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলা শেষ করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকেই সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায় অস্ট্রেলিয়া। রাত ১টায় চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরে ক্যাঙ্গারুরা।
সোমবার সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮২ বলে ৬২ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো দলের সর্বনিম্ন স্কোর এটি।
এদিন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড ও তারকা ব্যাটসম্যান অ্যাস্টন টার্নারকে আউট করেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট ও ১০০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
পুরো সিরিজেই রান খরায় ছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১৩২, তৃতীয় ম্যাচে ১২৮ আর পঞ্চম ম্যাচে ১২৩ রান তাড়া করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে এর আগে এত কম রান তাড়া করতে কখনও ব্যর্থ হননি অসিরা। টাইগারদের বিপক্ষে প্রথমবার সিরিজ হারাই নয়, রীতিমতো পর্যদুস্ত হয়ে দেশে ফেরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।