নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী রমজান, শাহিন খান, আশরাফ আলী, এসএম সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মীর আরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি দিপ্ত দেওয়ান, যুবলীগ নেতা শামিমুল আহাদ রনক, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন বাবুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।