নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএম হুমায়ুন কবীর। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তিনি এ সম্মান অর্জন করেন। ১৯ মে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূর আলম চিঠি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, হুমায়ুন কবীর ১৯৯১সালে মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে পদোন্নতি পেয়েছে উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। গত ১৮ মে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২” অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ, শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এমএম হুমায়ুন কবীর বলেন, আমি আমার সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো দেশ ও জাতীকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। আমাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে নির্বাচিত করায় দক্ষ নির্বাচকমন্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃৃদ ও আমার সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।