নবাবগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: “সবার জন্য সমতা” প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে নারীর ক্ষমতায়নে গ্রামভিত্তিক অনুপ্রেরণা মূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে সব বয়সী নারীদের জন্য হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।৪ মার্চ শুক্রবার বেলা বারোটায় নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের হল রুমে সনদ বিতরণ ও হ্যান্ডি ক্রাফট প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্বাচিত সভাপতি ও ঢাকা জেলা দক্ষিন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন সুমন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউর রহমান তোতা। ।
সভায় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয় এবং তিনজন উদ্যোক্তাদের মাঝে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাবেক অধ্যক্ষ ও নারী উদ্যোক্তা বিলকিস চৌধুরী, নবাবগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর রহমান তুতি, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের প্রচারও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন বুলু।