নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন জাতীয় হিন্দু মহাজোটের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন হিন্দু মহাজোটের কমিটিতে দ্বীপক চন্দ্র পালকে সভাপতি ও দেবেন্দ্র রাজবংশীকে সাধারণ সম্পাদক। যুব মহাজোটে পরিমল সাহাকে সভাপতি ও বিমল রাজবংশীকে সাধারণ সম্পাদক। ছাত্র মহাজোটে প্রকাশ নন্দীকে সভাপতি ও প্রশান্ত সরকারকে সাধারণ সম্পাদক। মহিলা মহাজোটে শ্যামলী বাকালীকে সভাপতি ও বীনা রাজবংশীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
শুক্রবার দুপুরে বাগমারা গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাকোপা ইউপি সদস্য বাবুলাল মোদক। প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়।
বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় আরও অতিথি ছিলেন সমাজকর্মী প্রবীর কুমার সাহা, নির্মল সাহা, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রনজিত কুমার রায়, যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক নিখিল মন্ডল, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাধারণ সম্পাদক শুভ্র তালুকদার প্রমুখ।