নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের পক্ষে থেকে করোনা মোকাবিলায় মাস্ক ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শোল্লা বাজার ও সিএনজি স্ট্যান্ডে জনসাধারণের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারী, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ফজল মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজীর আহমেদ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান বাবুসহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।